“সতর্কীকরণ বিজ্ঞপ্তি”
এ মর্মে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তরের নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের ঘুষ, আর্থিক লেনদেন, স্বজন প্রীতি, তদবির, অনিয়ম ও দুর্নীতির সকল পথ রুদ্ধ করা হয়েছে। তথাপি কেঊ কোন অনৈতিক কর্মকান্ড/আর্থিক অনিয়মে জড়িত হলে দাতা এবং গ্রহীতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ পরীক্ষার খাতাসমূহ কোডিং-ডিকোডিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে বিধায় মূল্যায়ন প্রক্রিয়ায় প্রার্থীদের নাম, পরিচয় পুরোপুরি গোপন থাকবে। যে কোন ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
এক্ষণে সংশ্লিষ্ট সকলকে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করা হলো।
-মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস