চলতি বছর আগাম বন্যায় সুনামগঞ্জ জেলার সকল হাওড়ের ফসর হানির ফলে অত্র জেলার দরিদ্র কৃষক ও জনসাধারনের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে বর্তমান সরকার অত্র জেলার সকল উপজেলায় ওএমএস এর মাধ্যমে 15টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এরি ধারাবাহিকতায় সদর উপজেলার 12টি ও পেীরসভায় 9টি পয়েন্টে ডিলারের মাধ্যমে ভোক্তা প্রতি সর্বোচ্চ 05কেজি করে প্রতিদিন প্রতিডিলার 1মেঃটন করে চাল বিক্রয় করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস